আরআরএফ সিলেট পুলিশ লাইন্সের নবনির্মিত ব্যারাক উদ্বোধনকালে আইজিপি শহিদুল হক ॥ শেখ হাসিনা শুধু প্রধানমন্ত্রী নয় তিনি বিশ্ব নেতা

36

IGP Sস্টাফ রিপোর্টার :
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক বলেছেন, ‘নিখোঁজ’ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিনকে খোঁজে বের করতে পুলিশ তৎপর রয়েছে।
গতকাল শুক্রবার বেলা ১১টায় সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে আরআরএফ সিলেট পুলিশ লাইন্সের নবনির্মিত এর উদ্বোধন শেষে তিনি একথা জানান।
তিনি বলেন, কেউ নিখোঁজ হলে তাকে খোঁজে বের করার দায়িত্ব পুলিশের। এক্ষেত্রে সব চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন তার নিজস্ব গতিতে চলে। সুষ্ঠু ও নিরপেক্ষ সিটি করপোরেশন নির্বাচন করার জন্য আমাদেরকে যে সহযোগিতা করার দরকার, আমরা নির্বাচন কমিশনকে সেই সহযোগিতা করবো।’
আইজিপি বলেন, বর্তমান সরকার বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে পুলিশ বাহিনীকে আধুনিকায়নের পাশাপাশি পর্যটন ও নৌ পুলিশসহ বিভিন্ন ধরনের ইউনিট গঠন করে জনগণের সেবা বাড়াচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নন , কর্মে তিনি এখন বিশ্ব নেতা।’
জঙ্গিবাদ প্রসঙ্গে আইজিপি বলেন, ২০১৩ সালে দেশব্যাপী জঙ্গি তৎপরতা চালানো হয়েছিলো। ১৮ জন পুলিশকে মারা হয়েছিলো। ৩শ’ পুলিশকে চিরতরে পঙ্গু করে দেওয়া হয়েছিলো। তিন হাজার পুলিশ সদস্য আহত করেছিলো। শুধু তাই নয়, ২০১৫ সালের ৫ জানুয়ারি থেকে আড়াই মাসব্যাপী পেট্রলবোমা, ককটেল, গাড়ি ও ট্রেনে আগুন দিয়ে  সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছিলো।’
তিনি বলেন, জনগণ পুলিশকে সহযোগিতা করায় জঙ্গিবাদের দোসররা আজ নিষ্ক্রিয় হয়ে গেছে। নইলে পুলিশের একার পক্ষে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ সম্ভব ছিল না।’DSC_0348_New1
সিলেটের আর আর এফ কমান্ডার আনছার উদ্দিন খান পাঠানের সভাপতিত্বে ও সহকারি পুলিশ সুপার নুরুল আমিন হাওলাদারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান, মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসান, সিলেটের জেলা প্রশাসক শহিদুল ইসলাম, গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রকৌশলী আমিনুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ প্রমুখ। পরে আইজিপি একেএম শহিদুল হক হযরত শাহ জালাল (র.) মাজার মসজিদে জুম্মার নামাজ আদায় করেন ও মাজার জিয়ারত করেন।