সিলেটের বরেণ্য আলেম দেশের বিখ্যাত শায়খুল হাদিস, সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ, জামিয়া ইসলামিয়া ফয়জে আম মুন্সিবাজার জকিগঞ্জের শায়খুল হাদিস ও মুহতামিম, মাদানিয়া কোরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ডের সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলার প্রধান উপদেষ্টা শায়খুল হাদিস আল্লামা শায়খ মুকাদ্দস আলী দীর্ঘ দিন থেকে অসুস্থ।
মাস খানিক পূর্বে শায়খ মুকাদ্দস আলীকে জকিগঞ্জ উপজেলার সোনাসার রাগিব-রাবেয়া হাসপাতালে চিকিৎসাধীন শেষে নগরীর পপুলার হাসপাতালে আনা হয়। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে ডাক্তারের পরামর্শে ঈদুল ফিতরের দুদিন পূর্বে তাকে বাড়ি জকিগঞ্জ উপজেলা বারগাত্তায় গ্রামে নেওয়া হয়।
৩১ মে রবিবার সন্ধ্যার পর শায়খুল হাদিস আল্লামা শায়খ মুকাদ্দস আলীর অবস্থা কিছুটা গুরুতর হওয়ায় পরিবারের সবাইকে ডেকে এনে দোয়া কামনা করেন তিনি। এই তথ্যটি নিশ্চিত করেন সিলেট জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী। তিনি জানান, হুজুরের ছেলে মাওলানা কামাল উদ্দিন শায়খুল হাদিস আল্লামা মুকাদ্দস আলীর সুস্থতার জন্য পিতার মুরিদান-মুহিব্বিনসহ সিলেটবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, রমজানের ২দিন পূর্বে হঠাৎ অসুস্থবোধ করলে পরিবারের লোকজন তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করান। বরেণ্য এই আলেম ৬৪ বছর ধরে বুখারী শরীফ দরস দিয়ে আসছেন। বিজ্ঞপ্তি