গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কেমুসাসে’র ৮৬২ তম সাহিত্য আসরে আলোচকরা বলেন সাহিত্য আসরে তিলে তিলে বেড়ে উঠা সাহিত্য কর্মীরা নিজেকে বড় কবি সাহিত্য হিসেবে প্রতিষ্ঠা করছেন। আমরা প্রমাণ পাই তাদের কবিতায় গল্পে ছড়ায়। আমরা আশা করি তারা নিজের অবস্থান ধরে রাখবেন। কেমুসাসে’র সাহিত্য কর্মী সৃষ্টির প্রয়াস সবার মাঝে তুলে ধরবেন।
কেমুসাস সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত সাহিত্য সভায় সাহিত্য সংস্কৃতি সম্পাদক আবদুস সাদেক লিপন এডভোকেট সভাপতিত্ত্বে আলোচনা পর্বে অংশগ্রহণ করেন- সাধারণ সম্পাদক আজিজুল হক মানিক,কবি মুকুল চৌধুরী, পাঠাগার সম্পাদক নাজমুল আনসারী, কবি মুসা আল হাফিজ, কবি মামুন সুলতান, মামুন হোসেন বিলালের পরিচালনায় লেখা পাঠে অংশগ্রহণ করেন- সালেহ রাশেদ, আলী আহমদ, সৈয়দ মুক্তদা হামিদ, জালাল আহমেদ জয়, কানিজ আমেনা কুদ্দুস, জান্নাতুল শুভা মনি, শাহাব উদ্দিন আহমেদ, আব্দুল কাদির জিবন, আলাল আহমদ, মুজাম্মিল হক, নাঈমা চৌধুরী, আমিনা শহীদ চৌধুরী মান্না, বশির উদ্দিন, সিরাজুল হক।
সাহিত্য আসরের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ওলিউর রহমান। সাহিত্য আসরে সেরা লেখা নির্বাচিত হয় মামুন হোসেন বিলাল ও বশির উদ্দিনের এর কবিতা এবং সাহিত্য আসরের শেষে সাহিত্য কর্মী সায়িদ শাহীনের মাতার মৃত্যুতে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মুসা আল হাফিজ। বিজ্ঞপ্তি