ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে সোনালী ব্যাংক শাখা থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বেতনের ১ লক্ষ ১০ হাজার টাকা ব্যাগ কেটে নিয়ে গেছে চোরেরা। চাঞ্চল্যকর এ ঘটনাটি বুধবার ব্যাংক চলাকালিন সময়ে উপজেলার পৌরশহরের সোনালী ব্যাংক শাখায় ঘটেছে। এ চাঞ্চল্যকর ঘটনা নিয়ে অফিস পাড়ায় পড়ছে হৈ চৈ। ছাতক উপজেলার ভূমি অফিসের নাজির প্রবীর চন্দ্র রায় বেতনের টাকা উত্তোলন করে সাথে থাকা ব্যাগে এসব বেতনের টাকা রাখলে ব্যাংকে থাকাবস্থায় ব্যাগ কেটে ১ লক্ষ ১০ হাজার টাকা নিয়ে যায় চোরেরা। এদিকে নাজির চন্দ্র রায় জানান, তিনি সকালে সোনালী ব্যাংক এ শাখা থেকে ৫টি চালানে ভূমি ও তফসীল অফিসের কর্মকর্তা-কর্মচারিদের বেতনের মোট ৩লক্ষ ৬০হাজার টাকা উত্তোলন করেন। একই ব্যাংকেএক কর্মকর্তার ব্যক্তিগত একাউন্টে তার বেতনের টাকা জমা দেয়ার সময় ব্যাগ কাটা দেখে তার সন্দেহ হয়। চোরেরা তার ব্যাগ কেটে ১লক্ষ ১০হাজার টাকা নিয়ে গেছে। বিষয়টি তিনি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি)’র কাছে মৌখিকভাবে অবহিত করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুজিবুর রহমান বিষয়টি তিনি থানার ওসি হারুন অর রশিদ চৌধুরীকে অবহিত করলে এসআই চম্পক ব্যাংকের সিসি ক্যামেরায় ধারণকৃত দৃশ্য দেখে অপরাধিকে শনাক্ত করার চেষ্টা করেন। ছাতক সোনালী ব্যাংক শাখার বিভিন্ন পয়েন্টে ৮টি সিসি ক্যামেরা সংযুক্ত রয়েছে। এর মধ্যে ৫টি ক্যামেরাই নষ্ট পড়ে আছে। ৩টি সচল থাকলেও ক্যামেরা সস্পষ্ট রয়েছে। থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী জানান, ব্যাংক থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অপরাধিকে চিহ্নিত করে তাকে গ্রেফতার করা হবে। এদিকে অফিস পাড়ায় অনেকেই বিষয়টিকে রহস্যজনক বলে মন্তব্য করেছেন।