স্টাফ রিপোর্টার :
মশারি টাঙিয়ে মশার উপদ্রবের প্রতিবাদ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা। গতকাল বুধবার সকালে সিলেটে মশারী টাঙ্গিয়ে প্রতীকি অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মশার ক্রমবর্ধমান উপদ্রব থেকে নাগরিকদের রক্ষা পেতে মশা নিধনে মাঠ পর্যায়ে ওষুধ ব্যবহারে বাস্তবভিত্তিক কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে এ কর্মসূচির আয়োজন কর হয়।
গতকাল বেলা ১১টায় সিলেট সিটি কর্পোরেশনের সামনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি চলাকালে বক্তারা বলেন,‘শীত মৌসুম চলে গেলও মশার উপদ্রব কমাতে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে মশা নিধনে কোন প্রকার সুব্যবস্থা নেওয়া হয়নি। মশার উপদ্রবে শিশু থেকে শুরু করে বয়স্করা অতিষ্ঠ।’
সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সদস্য যুবনেতা এ.কে.কামাল হোসেনের পরিচালনায় এ কর্মসূচি পালিত হয়।