জাতীয় শোক দিবস উপলক্ষে পূজা উদযাপন পরিষদ সিলেটের মৌন শোক অবস্থান কর্মসূচি পালিত

18
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মৌন শোক অবস্থান কর্মসূচি পালন করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে মৌন শোক অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৪ আগষ্ট) সকাল ১১টা থেকে ১১:১৫ মিনিট পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মৌন শোক অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।
মৌন শোক অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সিলেট বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সিলেট মহানগর শাখার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্য, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন, সিলেট মহানগর সভাপতি সুব্রত দে, মহানগর সিনিয়র সদস্য তপন মিত্র, মহানগর সহ-সভাপতি মলয় পুরকায়স্থ, জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন দাস ও মনোজ দত্ত মুন্না, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক নিধু ভূষণ দাস ও নিলেন্দু ভূষণ দে অনুপ, সিনিয়র সদস্য এডভোকেট বিজয় বিশ^াস, জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, জেলার কোষাধ্যক্ষ নিরেশ দাস, মহানগর সদস্য এডভোকেট বিজয় দেব বুলু, কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি অখিল বিশ^াস, ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় সদস্য রকি দেব ও সঞ্জয় পাশী, মহানগর সহ-সাংগঠনিক সম্পাদক অরুণ কুমার বিশ^াস, জেলার প্রচার সম্পাদক বিমল কান্তি দে, ডিকুম নিঝুম সাম্মা, মহানগর শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জিডি রুমু, জেলা সহ-পূজা সম্পাদক বিজয় ধর, সদস্য সামন্ত ধর, দিলীপ বিশ^াস, জেলা সদস্য মঞ্জু লাল দাস, মহানগর সদস্য সঞ্জীব দত্ত, ছাত্র ঐক্য পরিষদ সিলেট মহানগর সদস্য শুভ্র সরকার, হৃদয় ঘোষ, রক্তিম রায় প্রমুখ। বিজ্ঞপ্তি