আহমদ হুসাইন চতুলীর অবদান আলেম সমাজ চিরদিন স্মরণ রাখবে – আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরী

60

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট দারুল উলুম মাদরাসার নাইবে মুহতামিম শায়খুল হাদীস আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরী বলেছেন, আঞ্জুমানে মঈনুল ইসলাম চতুলের প্রতিষ্ঠাতা মাও.আহমদ হুসাইন আত্হর চতুলী (রহ.) ইসলামের খেদমত ও প্রচার প্রসারে যে অবদান রেখে গেছেন এদেশের হক্বানী উলামায়ের কেরাম তাঁর এ অবদান চিরকাল স্মরণ রাখবে। আল্লামা দুর্লভপুরী আরো বলেন, বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন সমাজে শান্তি প্রতিষ্ঠার অগ্রদূত। বর্তমান এই ঘুণেধরা সমাজ থেকে সর্বপ্রকার অন্ধকার দূরীকরণে মহা নবী (সা.) ও সাহাবায়ে কেরামগনের নীতি ও আদর্শ বাস্তবায়নে প্রতিটি মসজিদ ও মক্তবের আলেম ও উলামাগণকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আল্লামা আলিম উদ্দিন দুর্লভপুরী গতকাল সোমবার বিকেল ৫টায় স্থানীয় চতুল বাজার প্রাঙ্গণে জৈন্তার চারণ কবি মাও.আহমদ হুসাইন আত্হর চতুলী (রহ.) প্রতিষ্ঠিত আঞ্জুমানে মঈনুল ইসলাম বৃহত্তর চতুলের উদ্যোগে আয়োজিত সীরাতুন নবী (সা.) মহা সম্মেলন ও ইমাম কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। আঞ্জুমানে মঈনুল ইসলামের সভাপতি মাও. আব্দুর রহমান আরিফের সভাপতিত্বে এবং মাও. ক্বারী হারুনুর রশীদ চতুলী এবং আঞ্জুমানের সাধারণ সম্পাদক মাও. নূরুল ইসলাম নোমানীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ ধর্মীয় সম্মেলনে বক্তব্য রাখেন, কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি এম.এ হান্নান, আলেম উলামাদের মধ্যে আল্লামা মাহমুদুল হাসান রায়গড়ী, আল্লামা শিহাব উদ্দীন চতুলী, আল্লামা মুফতি আবুল কালাম জাকারিয়া, মাও. সাজিদুর রহমান বিবাড়ীয়া, মাও. নজরুল ইসলাম তোয়াকুলী, মাও.মাহবুব আহমদ, মাও.শাহ্ নজরুল ইসলাম। সুধীবৃন্দের মধ্যে যুব নেতা মাও.আবুল হুসাইন চতুলী, কিউএম. র্ফরুখ আহমদ ফারুক, সাংবাদিক আব্দুন নূর, নিজাম উদ্দীন প্রমুখ। সম্মেলনে বৃহত্তর চতুলের ৪৫টি সবাহী মক্তবের বোর্ডে বৃত্তিপ্রাপ্ত ৮৪৫ জন ছাত্র/ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন মাও. তাহির আহমদ, মাও. বদরুল আলম, মাও. আব্দুল্লাহ বাহার, মাও.আব্দুল মালিক, মাও.আব্দুল্লাহ হারাতৈলী প্রমুখ। এছাড়া সম্মেলনে ৫০জন মসজিদের ইমামকে সম্মাননা সরূপ পাগড়ী প্রদান করা হয়। ইমাম কনফারেন্সের পূর্বে সকাল ১১টায় এলাকার প্রতিটি মসজিদের ইমামদের নেতৃত্বে প্রায় ১০হাজার ছাত্র/ছাত্রী আঞ্জুমানের নির্ধারিত শ্লোগানে শ্লোগানে র‌্যালী সহকারে চতুলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।