চিরন্তন শ্বাশত হও :
মা মনি ! প্রাণে কখনো যদি ওঠে ঝড়
বর্ষা, সাইক্লোন, ভূমিকম্পে ভাঙ্গে ঘর
মুহূর্তে সব স্বজন, হয়ে যায় পর
জীবন শুকিয়ে, মরুভূমি, বলুচর
জীবন যদি ডোবে, ঐ গহীন আঁধারে
একাকীত্ব হও যদি, আপন পাথারে
জীবনে আসে যদি তপ্ত বন্ধুর পথ
আচমকা থেমে যায়, জীবনের রথ
কালো নয়, আঁধার কেটে, আসবে আলো
দৃপ্ত পদে, ক্ষৃপ্ত গতিতে সম্মুখে চলো
হীম করো জ্ঞান ! ভয় ! নাহি পাও ভয়
অটুট থেকো আপন লক্ষ্যে, হবে জয়
অন্যায়ে, অসত্যে, শীর নাহি হয় নত
হও হিমাদ্রি সম, চিরন্তন শ্বাশত