গতকাল ২৯ মার্চ ২০১৫ তারিখ সকালে সিলেটে শুরু হয়েছে সরাইল রিজিয়ন আন্ত: সেক্টর জুডো প্রতিযোগিতা-২০১৫। বিজিবি সিলেট সেক্টর এর সার্বিক তত্ত্বাবধানে ও ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় পরিচালিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সিলেট সেক্টরের সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক মোঃ জামাল মাহমুদ সিদ্দিক, পিএসসি। বিজিবি’র উত্তর-পূর্ব রিজিয়ন সরাইল এর অধীনস্থ সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা ও শ্রীমঙ্গল সেক্টরের সর্বমোট ১২টি বর্ডার গার্ড ব্যাটালিয়নের খেলোয়াড়গণ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। সীমান্তের অতন্দ্র প্রহরী হিসাবে সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনজীবন স্বাভাবিক রাখতে অভ্যন্তরীণ নিরাপত্তা কর্তব্য পালনসহ ভিন্নধর্মী দায়িত্বে গত ৫ জানুয়ারি থেকে সারা দেশে বিজিবি মোতায়েন রয়েছে। আন্ত:সেক্টর এই জুডো প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে খেলোয়াড়দের মধ্যে মানসিক প্রশান্তি সৃষ্টির পাশাপাশি ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় ও মনোবল চাঙ্গা হবে। উদ্বোধনী অনুষ্ঠান ও প্রতিযোগিতা চলাকালে ৪১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শাহ আলম চৌধুরী, পিবিজিএম, ৫ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন, পিবিজিএম সহ সিলেট সেক্টরের অন্যান্য অফিসারগণ ও সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। আগামী ০১ এপ্রিল বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান পরিচালিত হবে। বিজ্ঞপ্তি