স্টাফ রিপোর্টার :
সিলেটের কোম্পানীগঞ্জে প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধ পরিবারের ৪ ভাই আহত হয়েছে। গত মঙ্গলবার সকালে পাড়–য়া নওগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তারের বাড়িতে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে।
আহতরা হচ্ছে-কোম্পানীগঞ্জ থানার ইসলামপুর ইউনিয়নের পাড়–য়া নওগাঁও গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তারের পুত্র আবুল হাসিম (৩৮) তার ভাই আবুল কাসেম (২৫), শাহিন মিয়া (২০) ও আব্দুল কাদির (১৫)। আহতদের মধ্যে আবুল হাসিমের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
জানা যায়, গত মঙ্গলবার সকাল ৯ টার দিকে আবুল হাসিমসহ তার সহোদররা নিজের দখলকৃত জায়গায় বেড়া দিতে যান। এ সময় একই গ্রামের মৃত হারিছ আলীর পুত্র প্রভাশালী ও পাথর ব্যবসায়ী আসদ আলীসহ তার লোকজন তাদের বাধা দেয়। তখন উভয়ের মধ্যে এ নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে আসদ আলীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সঞ্জিত হয়ে আবুল হাসিমের লোকজনের উপর অতর্কিত হামলা চালিয়ে ৪ জনকে আহত করে। পরে স্থানীয় লোকজন আহত আবুল হাসিমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৩য় তলার ১১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। এ ঘটনায় আহতদের পক্ষ থেকে কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান জানান, আজ কালকের মধ্যে ঘটনার তদন্ত করে সত্যতা পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।