দিরাই থেকে সংবাদদাতা :
দিরাই সরমঙ্গল ইউনিয়নের সরমঙ্গল কমিউনিটি ক্লিনিকের সংযোগ সড়কের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ সড়কের উদ্বোধন করেন সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কমিউনিটি গ্র“প সভাপতি এহসান চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক নবেন্দু চৌধুরী,কেয়ার বাংলাদেশ নিউট্রিশন এ্যাট দ্যা সেন্টার প্রকল্পের কর্মকর্তা আনিছুর রহমান, কমিউনিটি গ্র“প সহ সভাপতি সাহাব উদ্দিন ও সিএইচসিপি রিপন তালুকদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কমিউনিটি ডেভেলাপমেন্ট অফিসার মোঃ আব্দুস শুকুর, ইউপি সদস্য সোমতেরা বেগম, সিজি সদস্য আব্দুর রহিম, সিনারা বেগম, রহিলা বেগম, সারজুল হক প্রমুখ। এহসান চৌধুরী বলেন, প্রতিদিন গর্ভবতী প্রসূতি শিশুসহ অসংখ্য রোগী প্রাথমিক চিকিৎসা নিতে এখানে আসেন, সংযোগ সড়ক না থাকায় বর্ষা কালে সেবা গ্রহিতা ও সেবাদানকারীরা কষ্টের শিকার হন এবং সময় নষ্ট হয়। আমি বিষয়টি নিয়ে সিজি মিটিংয়ে আলোচনা করে সিজির বার্ষিক পরিকল্পনায় অন্তর্ভুক্ত করি, তা বাস্তবায়নের জন্য উপজেলা সমন্বয় সভায় বিষয় টি তুলে ধরলে উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশুতোষ দাশ উক্ত সংযোগ সড়কটি তৈরির সুপারিশ করেন, আজ আমরা এর সুফল পাই। সিজির সার্বিক তত্ত্বাবধানে ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিল থেকে এটা বাস্তবায়ন করা হচ্ছে ।