শিক্ষা ও সুস্বাস্থ্য রক্ষায় সব ধরনের কাজ করে যাচ্ছে সরকার – জেলা প্রশাসক

31

IDEA-1জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম বলেছেন, এক সময় চা বাগানের জনগোষ্ঠি ছড়ার পানি ব্যবহার করতো। এখন তা অনেকটা কমে এসেছে। সিলেট বিভাগে বেশী হাওর-বাওর হওয়ায় এখানকার শিশু ও মায়েদের পুষ্টির অভাব রয়েছে। তিনি বলেন, সিলেটে চা বাগানের জনগোষ্ঠিদের শিক্ষার পাশাপাশি সুস্বাস্থ্য রক্ষায় সব ধরনের কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। চা বাগানের লোকজনের মধ্যে পানির ব্যবহার ও স্যানিটেশন নিশ্চিত করার জন্য ওয়াটার এইড ও আইডিয়া যে কাজ করে যাচ্ছে, এসব জনগোষ্ঠি আর পিছিয়ে থাকবে না। তিনি চা বাগানের জনগোষ্ঠিদের উদ্দেশ্যে আরো বলেন, আপনাদের শিশুদের নিয়মিত স্কুলে পাঠানোর পাশাপাশি তাদের সঠিকভাবে পানি ও স্যানিটেশন ব্যবহারে সচেতন করে গড়ে তুলতে হবে। গতকাল রবিবার দুপুর ১২ টায় খাদিমনগর এলাকায় নির্মলা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওয়াটার এইডের অর্থায়নে ও  ইনস্টিটিউট অব ডেভেলমেন্ট এফেয়ার্স (আইডিয়া)’র সহযোগীতায় বিশ্ব পানি দিবস-২০১৫’র ‘পানি ও টেকসই উন্নয়ন’ উদ্বোধনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হক ও আইডিয়ার এডভোকেন্সী অফিসার তামান্না আহমদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট সদর উপজেলার নিবার্হী কর্মকর্তা মীর মোহাম্মদ মাহাবুরর রহমান, সিলেট জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সোস্যাল ডেভেলাপমেন্ট অফিসার মোঃ কিবরিয়া আলম চৌধুরী, ইউনিসেফের ওয়াশ অফিসার এ.এ কামরুল আলম, খাদিম ট্রি গ্র“পের জিএম নোমান হায়দার চৌধুরী, ওয়াটার এইডের প্রোগ্রাম অফিসার মাহফুজুর রহমান ও ইমামুর রহমান, আইডিয়ার প্রজেক্ট ম্যানেজার পঙ্কজ ঘোষ দস্তিদার, খাদিমনগর ইউনিয়নের সদস্য মোঃ সিরাজুল ইসলাম, ৬ নং টুকেরবাজার ইউনিয়নের সদস্য আবুল কাসেম খালেদ, নির্মলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নান্টু রঞ্জন সিং ও বড়জান চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি বিলাস বুনার্জী। অনুষ্ঠানে ৫টি স্কুলের ছাত্র/ছাত্রী, শিক্ষক, এলাকার গণ্যমান্য মুরব্বী, চা বাগানের পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ, জনপ্রতিধি ও আইডিয়ার বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ৫৫ জন প্রতিবন্ধী, চা বাগান পঞ্চায়েত সভাপতিকে ২টি, ১১টি স্কুল ও ১২টি হোটেলসহ আইডিয়ার দেয়া মোট ৮০টি হাত ধোঁয়ার উপকরণ বিতরণ করেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের অংগ্রহণে নিরাপদ পানি ও স্যানিটেশনের বিভিন্ন উপকরণ ও প্রযুক্তি প্রদর্শনী তিনি ঘুরে দেখেন। বিজ্ঞপ্তি