কানাইঘাটে মদের চালান আটক

43

Modকানাইঘাট থেকে সংবাদদাতা :
চার দিনের ব্যবধানে কানাইঘাট থানা পুলিশ গতকাল আবারো একটি মাদকের চালান আটক করেছে। থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী জানান গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন, গতকাল শুক্রবার বিকেল অনুমান সাড়ে ৩টার দিকে ৫নং বড়চতুল ইউপির হারাতৈল হাওর এলাকা দিয়ে মাদকের একটি চালান গাছবাড়ীতে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে থানার এসআই রাশেদুল আলম খান ও এএসআই শিবলু মজুমদার একদল পুলিশ নিয়ে দ্রুত হারাতৈল হাওরা এলাকায় ছুটে গিয়ে স্থানীয় জনসাধারণের সহায়তায় মাদক ব্যবসায়ীদের আটকের চেষ্টা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকের চালানটি ফেলে রেখে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ সময় পুলিশ পরিত্যক্ত অবস্থায় ৮টি চটের অবস্থায় রক্ষিত ৯টি কার্টুনে ১৩০ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ সেখান থেকে উদ্ধার করে। প্রতিটি মাদকের বোতল ৭৫০ এম.এল। আটককৃত মাদকের বাজার মূল্য আড়াই লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে। অভিযানের নেতৃত্বদানকারী এস.আই রাসেদুল আলম খান জানান, স্থানীয় জনতার সহায়তায় উদ্ধারকৃত মাদকের চালানের সাথে জড়িতদের আটক করতে পুলিশ জোর চেষ্টা করলেও হাওর এলাকা দিয়ে তারা পালিয়ে যায়। তবে তাদের চিহ্নিত করা হয়েছে। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ মামলা দায়েরের প্রস্তুতি চলছে।