জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ সভাপতি ও সিলেট জেলা সভাপতি আব্দুর রাজ্জাক এক বিবৃতিতে বলেছেন, নিয়ম নীতি ভদ্রতার ক্ষেত্রে আওয়ামীলীগ সব সময় প্রশ্নবিদ্ধ। বাংলাদেশের জনগণ আওয়ামীলীগকে রাজনৈতিক, সামাজিক ও মানবিক শিষ্টার বর্হিভূত হিসেবে আখ্যা দিয়ে থাকে, তাদের শিষ্টাচার বহির্ভূত কর্মকান্ডগুলো মোটামুটি গিনেজ বুকে রেকর্ড এর একদম নিকটবর্তী চলে গেছে। স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে একদলীয় বাকশাল ও ফ্যাসিবাদকে স্বাধীনতার পক্ষের শক্তি এবং ৮৬ সালের জঘন্য বেইমানীকে ২০১৩ সালের ৫ই জানুয়ারীর ভোটারবিহীন নাটকীয় নির্বাচন কোন সুস্থ মস্তিষ্কের মানুষ ভদ্রতা হিসেবে মেনে নিতে পারে না। তিনি শেখ হাসিনাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভদ্রতা শিখানোর পূর্বে নিজের দলের নেতাকর্মীদের ভদ্রতার দিকে নজর রাখতে বলেন।
তিনি বর্তমান অবৈধ সরকারকে হুশিয়ারী করে বলেন, দেশের সামগ্রীক পরিস্থিতির দিকে নজর নিয়ে অচিরেই সকল দলের অংশগ্রহণে মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করুন। নইলে দেশের জনগণের হাত থেকে শেষ রক্ষা পাওয়া দুঃশ্বাদ্ধ হয়ে যাবে। আমরা আশা করি আওয়ামীলীগের অচিরেই শুভ বুদ্ধির উদয় হবে। অনতিবিলম্বে বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমদ সহ এই সরকারের হাতে গুমকৃত সকল নেতৃবৃন্দের সন্ধান দাবী জানান। বিজ্ঞপ্তি