বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমদ বলেছেন, নতুন প্রজন্মকে যুগোপযোগী শিক্ষার মাধ্যমে গড়ে তুলতে পারলে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এক্ষেত্রে শিক্ষকদেরকে আরো মনোযোগী হতে হবে। পুঁথিগত শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না। সাধারণ জ্ঞান বিজ্ঞানের প্রতি অগ্রসর হতে হবে। দেশ আজ শিক্ষাক্ষেত্রে অনেকদূর এগিয়েছে। সিলেট বিভাগের শিক্ষার্থীদেরকে মানসম্পন্ন শিক্ষা প্রদান করতে পারলে এ অঞ্চল দেশের সকল অঞ্চলের চেয়ে অনেক অগ্রসর হবে।
গতকাল ১৫ মার্চ রবিবার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বিভাগীয় কমিশনারের কার্যালয়- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সিলেট অঞ্চল আয়োজিত সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০১৫ এর উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সিলেট অঞ্চলের উপ-পরিচালক জাহাঙ্গীর কবির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার এমডি আল আমীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান, মদন মোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার নিজাম উদ্দিন, সুনামগঞ্জ সরকারী এসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়। সিলেট সরকারী মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ জাহাঙ্গীর আলম খান ও মির্জাজাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন আকন্দ এর যৌথ পরিচালনায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আতলিয়া আতিয়া, সোহরাব জামিল। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মিহদাদুল জান্নাত এবং গীতা পাঠ করেন প্রীতম ভৌমিক। বিজ্ঞপ্তি