কুলাউড়ায় সন্ত্রাসী হামলায় চা-বাগানের সহকারি ব্যবস্থাপক আহত

74

শাহ আলম শামীম, কুলাউড়া থেকে :
কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নের এইচআরসি টি কোম্পানির নিয়ন্ত্রণাধীন দিলদারপুর চা-বাগানের সহকারি ব্যবস্থাপক মোঃ কামরুল হাসান (৩৮) সন্ত্রাসী হামলায় গুরুতর হয়েছেন। গুরুতর আহত ম্যানেজারকে তাৎক্ষণিক ভাবে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হাতে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।  ১২ মার্চ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে ৯ টার দিকে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় ও বাগান সূত্রে জানা যায়, বাগানের লিজ ডিডের অন্তর্গত ভূমিতে জয়চন্ডী ইউপি সদস্য হোসেন রাজা তার লোকজনকে নিয়ে ১২ মার্চ বৃহস্পতিবার দুপুরে একটি পুকুর খনন করতে গেলে কর্তব্যরত বাগানের সহকারি ম্যানেজার কামরুল হাসান বাধা দিলে প্রতিপক্ষ মেম্বার হুসেন রাজার নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সহকারি ব্যবস্থাপকের উপর হামলা চালায়। হামলায় বাগান সহকারি ব্যবস্থাপক গুরুতর আহত হন। তাকে প্রথমে কুলাউড়া হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশংকাজনক হাওয়ায় তাকে তাৎক্ষণিক ভাবে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় বাগানের চা-শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান, বাগান ব্যবস্থাপক ও কুলাউড়া থানার  পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় দিলদারপুর চা-বাগানের  উপ-সহকারী ব্যবস্থাপক  মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে রাত ৯ টার কুলাউড়া থানায় ইউপি সদস্য হোসেন রাজাসহ ৭ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন।
দিলদারপুর চা-বাগানের ব্যবস্থাপক মোঃ আব্দুল হাছিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাগানের লিজ ডিডের অন্তর্গত ভূমিতে হোসেন মেম্বার তার লোকজনকে সাথে নিয়ে পুকুর খনন করতে গেলে চা-বাগানের সহকারি ব্যবস্থাপক মোঃ কামরুল হাসান  এতে বাধা প্রদান করেন। এ সময় মেম্বারের লোকজন দেশীয় অস্ত্র রামদা লাঠি নিয়ে সহকারি ব্যবস্থাপকের উপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
জয়চন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু ঘটনার সত্যতা স্বীকার করে জানান, চা-বাগানের উত্তেজিত শ্রমিকরা ঘটনাস্থলে অবস্থান করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
মামলার তদন্তাকরী কর্মকর্তা কুলাউড়া থানার এসআই আসলামুজ্জামান জানান, বর্তমানে বাগানের পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় রাতে বাগানের  উপ-সহকারী ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে ৭ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।