জালাল আহমেদ জয়
জ্বলে আগুন পথে আগুন
আগুন ভরা মনে
দেহ ভরা রক্তে আগুন
যাবে কারই সনে।
চোখে আগুন মুখে আগুন
আগুন হাতে পায়ে
খাতায় আগুন পাতায় আগুন
কাঁদে শ্যামা মেয়ে।
আগুন জ্বলে আগুন বলে
ভালোবাসো তারে
না যদি যাও আগুন তলে
পাবে বলো কারে।
প্রেমের আগুন জ্বলছে দ্বিগুণ
পোড়া বুকটা জুড়ে
সখি তোমার আঁচল কেনো
উড়ছে অতি দূরে।