সাদিক শামসুল
ফুলের সৌরভ না ছড়াতেই
ঝরে গেল ফুল
আশার আলো নিভে গেলো
শূণ্য মায়ার কোল।
চন্দ্র এবং সূর্যের মতো
এ পৃথিবীর মেলা
কেউ বা আসে কেউ বা যায়
এইতো প্রভুর খেলা।
মা’গো তুমি ছিলে
আমার হৃদয় জুড়ে
অকালেতে চলে গেলে
দুনিয়ার মায়া ছেড়ে।
মা’গো তুমি যতোই থাকো
মাটির গভীরে
চিরকাল থাকবে তুমি
আমার হৃদয় জুড়ে।