জয়যাত্রা ফাউন্ডেশনের অনুষ্ঠানে বক্তারা ॥ শিশুদের অধিকার সম্পর্কে ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে হবে

91

জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারপার্সন হেলেনা জাহাঙ্গীর বলেছেন, শিশুদের কল্যাণে সরকারী প্রচেষ্ঠার পাশাপাশি প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তিগত উদ্যোগে পথশিশু সহ সুবিধা বঞ্চিত শিশুদের লেখাপড়ার পাশাপাশি কারিগরি ও কৃষি DSC_0031 copyশিক্ষা প্রদান করতে হবে। যাতে কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত হতে পারে।
বৃহস্পতিবার জয়যাত্রা ফাউন্ডেশন আয়োজিত শহরতলীর খামিদনগরে মাদার তেরেসা মিশনারীজ অব চ্যারিটি শান্তি ভবনে অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের সাথে মধ্যাহ্ন ভোজ এবং শিক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, শিশুদের অধিকার সম্পর্কে ব্যাপক জনসচেতনা তৈরী করতে হবে। তেমনি দারিদ্র্য হ্রাসে সুশীল সমাজকে আরও অগ্রণী ভূমিকা পালন করা উচিত। বিপুল সংখ্যক শিশুদের মানবেতর অবস্থায় রেখে আমরা কখনো নিজেকে সভ্য, মানবিক ও গণতান্ত্রিক দাবী করতে পারি না।
জয়যাত্রা ফাউন্ডেশন সিলেট বিভাগ এর আহ্বায়ক সৈয়দ আশরাফ আহমদ ফয়েজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের ট্রাষ্টি জাহাঙ্গীর আলম, মহাসচিব মোঃ ওয়াহিদুজ্জামান, ঢাকা বিভাগীয় কো-অর্ডিনেটর আসিফ আহমদ, মিডিয়া বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শেকর, নির্বাহী সদস্য সাবিনা আখতার, রাকিবুল হাসান, এস এম মিরুল ইসলাম মনি, সাইফুল ইসলাম, হাসিন আহমদ টিপু, সিলেট বিভাগের উপদেষ্টা আবু তালেব মুরাদ, এড. চৌধুরী আতাউর রহমান আজাদ, এটিএন বাংলা নিউজ সিলেটের ব্যুরো প্রধান শাহ মুজিবুর রহমান জকন, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, সোনালী স্বপ্ন বাংলাদেশের প্রতিষ্ঠাতা, নির্বাহী পরিচালক সাংবাদিক আবুল মোহাম্মদ, বাংলা টিভি সিলেটের ক্যামেরা পার্সন আলমগীর হোসেন প্রমুখ।
পরে মিরাবাজারে জয়যাত্রা ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বিজ্ঞপ্তি