দক্ষিণ সুরমার কৃতি সন্তান এডভোকেট জি.এ খানের ইন্তেকাল, আজ জানাযা

40

ঢাকা বার এর সাবেক সভাপতি, বার কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক, সলিমুল্লাহ এতিম খানার সাবেক চেয়ারম্যান, মুসলিম লীগের সাবেক সভাপতি, ১৯৮৬ সালে সিলেট-৩ আসনে মুসলিম লীগের এমপি প্রার্থী, এডমিরাল মাহবুব আলী খান এর চাচাত ভাই এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের স্ত্রী যোবায়দা রহমানের চাচা, দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের বিবিদইল খান পরিবারের কৃতি সন্তান এডভোকেট গওহর আলী খান (জি.এ খান) গত ৬ মে সোমবার যুক্তরাষ্ট্রে নিউইয়ার্ক সময় বেলা ১১টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি ৩ ছেলে ৩ মেয়ে, আত্মীয়-স্বজন সহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম গওহর আলী খান’র প্রথম নামাজে জানাযা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় নামাজে জানাযা আজ ৯ মে বৃহস্পতিবার বিকাল ৫টায় বিবিদইল গ্রামের জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে মরহুমের লাশ বিবিদইল গ্রামের প্রধান মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন করা হবে।
প্রবীণ আইনজীবী গওহর আলী খান (জি.এ খান) এর মৃত্যুতে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, সালেহা নূর চৌধুরী একাডেমির প্রতিষ্ঠাতা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, হযরত আবু দৌলত এন্ড শাহ জাকারিয়া মডেল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা ফারুক আহমদ, প্রিন্সিপাল মাওলানা নজরুল ইসলাম, বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল ওয়াহাব খান খোকা মিয়া, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম রানা, লালাবাজার স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি মুহিত হোসেন এডভোকেট, অধ্যক্ষ আইয়ুবের রহমান, লালাবাজার আলীম মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মুহিত হোসেন এডভোকেট, প্রিন্সিপাল মাওলানা আব্দুল লতিফ, ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ আব্দুর রউফ, প্রধান শিক্ষক দীপংকর দেবনাথ, জাফরাবাদ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান শফিক আহমদ, প্রধান শিক্ষক আব্দুল মুক্তাদির, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সভাপতি মকবুল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি, হযরত আয়েশা সিদ্দিক রহ. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দুদু মিয়া, লালাবাজার কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক আমিনুর রহমান চৌধুরী শিফতা গভীর শোক প্রকাশ করেছেন।
শোকবার্তা নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি