কাজিরবাজার ডেস্ক :
লাগাতার অবরোধের মধ্যে বিএনপি জোটের ফের হরতালের ঘোষণায় চলমান এসএসসি ও সমমানের ৮ ও ১০ মার্চের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ দু’দিনের পরীক্ষার তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে।
গতকাল শনিবার (৭ মার্চ) বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল কর্মসূচি ঘোষণার পরপরই এ পরীক্ষা দুটি স্থগিতের কথা জানানো হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী পরীক্ষা স্থগিতের এ তথ্য নিশ্চিত করেছেন।
৮ মার্চ আট সাধারণ বোর্ডে এসএসসিতে হিসাব বিজ্ঞান এবং মাদ্রাসা বোর্ডে রসায়ন (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা ছিল।
আর ১০ মার্চ আট সাধারণ বোর্ডে এসএসসিতে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা; মাদ্রাসা বোর্ডে পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) বিষযের পরীক্ষা হওয়ার কথা।
এ দু’দিন কারিগরি বোর্ডের এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল কোন পরীক্ষা নেই।
অবরোধের মধ্যে হরতালের কারণে চলতি এসএসসির ১৫ দিনের ২৭৬টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে গেল। অবরোধ ও হরতালের মধ্যে ছুটির দিন শুক্র ও শনিবার এসব পরীক্ষা নেওয়া হচ্ছে।