সিলেট-১ (সিলেট সদর ও মহানগর) আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকার লক্ষ্যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সকল প্রস্ততি শেষ করেছে। আর সরকারের এই মাস্টারপ্লান বাস্তবায়নে পুলিশ-প্রশাসন নির্লজ্জভাবে সরকারের দাসানুদাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ইনশাআল্লাহ, সরকারের এই খায়েস পূরণ হবে না।
খন্দকার আব্দুল মুক্তাদির মঙ্গলবার বিকেলে ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ তার প্রধান নির্বাচনী কার্যালয়ে ‘জাতীয় সংসদ নির্বাচন ও পেশাজীবীদের করণীয়’ শীর্ষক মতবিনিময় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
সম্মিলিত পেশাজীবী পরিষদ, সিলেট-এর উদ্যোগে নগরীল আম্বরখানাস্থ তার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় কেন্দ্রীয় ও সিলেটের পেশাজীবী নেতৃবৃন্দ অংশ নেন।
সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের আহ্বায়ক ডা. শামীমুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব ডা. শাহনেওয়াজ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. ইউসুফ হায়দার। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাব এর কেন্দ্রীয় সভাপতি ড. একেএম আজিজুল হক, কৃষিবিদ আনোরুন নবী মজুমদার ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রাক্তন গনিত বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. সাজেদুল করিম, পেশাজীবী নেতা ড. রাশেদ হাসনাথ, সিনিয়র সাংবাদিক বদরুদ্দোজা বদর, প্রফেসর ড. মো. আল-আমীন, প্রফেসর ডা. জিয়াউল ইসলাম, ডা. মোসাদ্দেক আহমেদ চৌধুরী, প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ফরিদ আহমদ, ড. মো. তাজ উদ্দিন, সাংবাদিক খালেদ আহমদ, প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, মো. মঞ্জুরুল হায়দার, মো. আয়নাল হক, মো. মেহেদী হাসান, আলমগীর আলম, তাওহীদুর রহমান, শাহীন আহমদ, রিয়াজ কামাল আবিদ মজমুদার প্রমুখ।
খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় : বড়দিন উপলক্ষে নগরীর নয়াসড়কস্থ প্রেস বিটারিয়ান চার্চ-এ খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সাথে কুশলাদি ও মতবিনিময়কালে খ্রিষ্টান ধর্মাবলম্বী ছাড়াও তার সাথে বিএনপি, ২৩ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
খ্রিস্টান মিশনারীজদের মধ্যে উপস্থিত ছিলেন-ডিপন মিজুম চাংমা, উইলসন গ্রে, রাজীব দাস ও ফিলিপ বিভাস। বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি ও জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, মহানগর উপদেষ্টা আব্দুস সালাম বাচ্চু, সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুদ্দোজা বদর, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, পেশাজীবী পরিষদ নেতা আব্দুল আউয়াল বারী, মহানগর বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. আশরাফ আলী, সাবেক ছাত্রদল নেতা জামিল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি