জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেটের নেতৃবৃন্দ বলেছেন, আগামী শুক্রবারের মধ্যে অনলাইন এক্টিভিস্ট ফোরাম, সিলেট এর পক্ষ থেকে প্রদত্ত পবিত্র ইসলাম ধর্মকে কটাক্ষ করে উস্কানী মূলক শ্লোগান দেওয়া ও ইসলাম ধর্মকে সন্ত্রাসের সাথে তুলনা করার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন আগামী শুক্রবারের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তারা বলেন, মিছিল সমাবেশের মাধ্যমে যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্বেষ ছড়িয়েছে তাদেরকে সংবাদ সম্মেলন করে অথবা সেই জায়গা থেকেই প্রকাশ্যে সিলেট বাসীর কাছে ক্ষমা চাইতে হবে।
গতকাল সন্ধায় সিলেট বন্দরবাজারস্থ জমিয়ত কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা শাখার এক বৈঠকে এই আহবান জানানো হয়। তারা বলেন, হযরত শাহজালাল (র)সহ অসংখ্য পীর আউলিয়ার পদভারে ধন্য পুণ্যভূমি সিলেটের রাজপথে যে সকল তরুণ-তরুণী পবিত্র ইসলাম ধর্মের বিরুদ্ধে শ্লোগান দিয়েছে এবং ফেষ্টুন নিয়ে মিছিল করেছে তাদের অবিলম্বে আইনের আওতায় এনে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় সিলেটের শান্ত পরিবেশ অশান্ত হযে উঠলে এর দায়ভার প্রশাসনকেই বহন করতে হবে বলে কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করেন নেতৃবৃন্দ।
জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শায়খ আতাউর রহমান, সিলেট সদর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলা জয়েন্ট সেক্রটারী মাওলানা আসরারুল হক, সিলেট মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান সিদ্দিকী, জেলা জমিযতের সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী, জেলা ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুর রহমান, মাওলানা রুহুল আমীন নগরী, শাহিদ হাতিমী প্রমুখ। বিজ্ঞপ্তি