নলিকোনা এলাকা পরিদর্শনে ইয়াহ্ইয়া চৌধুরী এমপি ॥ ওসমানীনগর, বালাগঞ্জ ও বিশ্বনাথে গ্রামীণ জনপদের ব্যাপক উন্নয়ন হচ্ছে

23

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
বন পরিবেশ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য, সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন, দেশের গ্রাম অঞ্চলের মানুষের উন্নয়নে কাজ করায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ জনগণের দেয়া পল্লীবন্ধু উপাধি পেয়েছেন। দেশের অনান্য রাজনৈতিক দলগুলোর নানা কর্মকান্ডে মানুষ দিশেহারা হয়ে উঠে আবারও পল্লীবন্ধুর নেতৃত্বে দেশ পরিচালনা করার জন্য সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে। অত্র অঞ্চলের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে তিনি গ্রামীণ জনপদে উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, গ্রামীণ জনপদের উন্নয়নের ধারাবাহিকতায় ওসমানীনগর, বালাগঞ্জ ও বিশ্বনাথ উপজেলায় ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। এ সময় স্থানীয়দের দাবির প্রেক্ষিতে প্রধান অতিথি নলিকোনা বেড়ারাই মধ্যেবর্তী নাটকিলা নদীর উপর ব্রীজ নির্মাণসহ গ্রামের রাস্তার পাকাকরণের কাজ বাস্তবায়নের বিষয়ে সভায় উপস্থিত গ্রামবাসীকে আশস্ত করেন। গতকাল শনিবার বিকালে ওসমানীনগরের সাদীপুর ইউনিয়নের ৫নং ওর্য়াডের উন্নয়নের লক্ষ্যে নলিকোনা গ্রামবাসী কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। হাজি জমসর উল্যার সভাপতিত্বে ও রুহেল আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি সুফি মাহমুদ, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সাদিপুর ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, জাপা নেতা আব্দুল মালিক। বক্তব্য রাখেন, জাপা নেতা ইউপি সদস্য রঞ্জু কুমার ধর, স্থানীয় বাসিন্দা গৌছ মিয়া, খোরশেদ উল্যা, তছু মিয়া, আব্দুল মসব্বির, ফয়সল আহমদ, রাসেল আহমদ, আব্দুল আলী, রিপন মিয়া, জাপা নেতা মায়াদ আহমদ, আওলাদ আলী, নুর মিয়া,উপজেলা ছাত্র সমাজের আহবায়ক জাবের আহমদ চৌধুরী, উপজেলা জাপার যুগ্ন আহবায়ক মিজানুর রহমান প্রমুখ।