মহানগর বিএনপির মিছিল সমাবেশ ॥ বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের চেষ্টা হলে পরিণতি হবে ভয়াবহ

42

সিলেট মহানগর  বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মিফতাহ সিদ্দিকী বলেছেন, কোন ষড়যন্ত্রই আওয়ামী অবৈধ সরকারের পতন ঠেকাতে পারবে না। ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের চেষ্টা হলে পরিণতি হবে ভয়াবহ। বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীকে বার বার রিমান্ডের নামে নির্যাতন করে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হচ্ছে। সিলেট মহানগর বিএনপির আহবায়ক ডা: শাহরিয়ার হোসেন চৌধুরীকে সকল মামলায় জামিন লাভের পরও জেইল গেইট থেকে পুনরায় গ্রেফতার দেখানো আইন ও মানবাধিকার পরিপন্থী। এ ধরনের অগণতান্ত্রিক আচরণের জন্য ভবিষ্যতে আওয়ামীলীগকে চরম মূল্য দিতে হবে। হামলা-মামলা, জুলুম নিপীড়ন, গণগ্রেফতার ও ক্রসফায়ার চালিয়ে মুক্তিকামী জনতার চলমান আন্দোলন দমিয়ে রাখা যাবে না। অবৈধ সরকারের চূড়ান্ত পতন নিশ্চিত করেই চলমান কর্মসূচী সমাপ্ত হবে।
তিনি গতকাল শনিবার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট কেন্দ্র আহূত টানা অবরোধ ও রবিবার থেকে ৭২ ঘন্টার হরতালের সমর্থনে সিলেট মহানগর বিএনপি আয়োজিত মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মিছিলটি বিকেলে নগরীর দরগা গেইট থেকে শুরু হয়ে চৌহাট্টায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
এ সময় উপস্থিত ছিলেন-মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডা: নাজমূল ইসলাম, জেলা যুব দলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল জব্বার তুতু,  বিএনপি নেতা মামুনুর রহমান মামুন, রুহুল কুদ্দুস চৌধুরী হামজা, মোস্তফা মেহেদী হাসান, হাবিবুর রহমান, মইনুল ইসলাম মজনু, মহানগর ছাত্রদল নেতা সোহেল আহমদ, আবু সাঈদ তায়িফ, জুনেদ চৌধুরী ফাত্তাহ, আরিফুল ইসলাম হাসান, আজাদ আহমদ, কাউসার হোসেন রকি, হোসেন খান ইমাদ, আসাদ আহমদ, শাহীন আহমদ, রাহাত আহমদ, মিশু চৌধুরী, অপু ইসলাম, পল্লব রায়, লালা  আহমদ, সাব্বির আহমদ, দুলাল আহমদ, শফিউল আহমদ, দেলোয়ার হোসেন, তায়েফ আহমদ, একরাম মাহী খান, আবিদ, তানভীর, মুরসালিন, আনোয়ার, ইমন, জাহিদ, অনি ও শাহজাহান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি