অপ্রধান শস্য উৎপাদনে প্রান্তিক চাষীদের এগিয়ে আসতে হবে ——————— বিআরডিবি পরিচালক

193

OLYMPUS DIGITAL CAMERAবাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক গিয়াস উদ্দিন আহমদ বলেছেন, বেকারত্ব ও দারিদ্র্যতা দূর করতে অপ্রধান শস্য উৎপাদনে প্রাপ্তিক চাষীদের এগিয়ে আসতে হবে। অপ্রধান শষ্য উৎপাদনের মাধ্যমে স্বাবলম্বী হওয়া এবং পুষ্টিহীনতা দূর করা সম্ভব। বর্তমান সরকার দারিদ্র্যতা এবং বেকারত্ব দূর করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে উল্লেখযোগ্য প্রকল্প হচ্ছে অপ্রধান শস্য উৎপাদান। গ্রামীণ জনপদের দরিদ্র মানুষ এ প্রকল্পে মাধ্যমে প্রকৃত হচ্ছেন। তারা কৃষি ব্যাংক থেকে সুদবিহীন লোন গ্রহণ করে অপ্রধান শস্য উৎপাদানে এগিয়ে এসেছেন।
গতকাল ২৮ ফেব্র“য়ারী শনিবার দুপুরে সিলেট শহরতলী খাদিম বিআরডিটিআই ইন্সটিটিউটে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতায় দারিদ্র্যতা বিমোচনের লক্ষ্যে অপ্রধান শস্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণ কর্মসূচী প্রকল্পের ২য় পর্যায়ে সিলেট বিভাগের উপজেলা দল নেতাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বিআরডিবি’র উপ-পরিচালক মুহাম্মদ রাশেদুল মামুন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন প্রকল্প কর্মকর্তা রুকন উদ্দিন, মিজানুর রহমান ও জাকির হোসেন।
সিলেট বিভাগের প্রতিটি উপজেলা থেকে আগত ৪০ জন দলনেতা প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। দলনেতাদের অভিমত, কৃষি ব্যাংক থেকে লোন গ্রহণের পরিবর্তে সরাসরি বিআরডিবি’র আওতায় লোন প্রদানের ব্যবস্থা গ্রহণের আহবান জানান। বিজ্ঞপ্তি