হবিগঞ্জের সরকারি বৃন্দাবন কলেজের জায়গা পুনরুদ্ধার

30

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের জায়গা পুনরুদ্ধার করেছে সাধারণ শিক্ষার্থী। জানা যায়, সরকারি বৃন্দাবন কলেজের একাডেমিক কাম পরীক্ষা ভবনের দক্ষিণ পাশের কিছু জায়গা কলেজের নিয়ন্ত্রণে ছিল। কিছুদিন পূর্বে ওই জায়গা আঞ্জুমানে মুফিদুল ইসলাম ও অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা-কর্মচারীদের ভবন নির্মাণের জন্য সাইনবোর্ড লাগানো হয়। বুধবার কলেজের সাধারণ শিক্ষার্থীরা ওই সাইনবোর্ড তুলে ফেলে কলেজের নামে নতুন সাইনবোর্ড স্থাপন করে। এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ অধ্যাপক বিজিত কুমার ভট্টাচার্য্য জানান, এ জায়গা আগে কলেজের অধীনে ছিল বলেই সাধারণ শিক্ষার্থীরা পুনরায় দখলে নিয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুর রউফ জানান, উন্নয়ন সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী আঞ্জুমানে মুফিদুল ইসলাম ও অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা-কর্মচারীদের নামে ওই ভূমি বরাদ্দ দেয়া হয়েছিল। কলেজের যদি দাবি থাকে তাহলে তা নিয়ম অনুযায়ী উপস্থাপন করা উচিত ছিল।