হবিগঞ্জে দুই ফার্ণিচার ব্যবসায়ীকে জরিমানা, করাতকল সিলগালা

22

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জে অবৈধভাবে স্পিরিট বিক্রির অভিযোগে দুই ফার্ণিচার ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। অপরদিকে নবীগঞ্জে পৃথক অভিযানে লাইসেন্স না থাকায় দুই করাত কলকে সিলগালা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে অভিযান দুটি পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন ও একরামুল ছিদ্দিক সদর উপজেলার ধুলিয়াখাল এলাকার ফার্ণিচার ব্যবসায়ী আবুল হাসিম ও মোহাম্মদ গউছকে অবৈধভাবে স্পিরিট ব্যবহারের জন্য ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল ওয়াহেদ চৌধুরী ও পরিদর্শক নাজিব আলী উপস্থিত ছিলেন। অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ও হাসান মারুফ নবীগঞ্জ উপজেলার জালালসাপ গ্রামে অভিযান চালিয়ে লাইসেন্স না থাকায় লেচু মিয়া ও সালেহ উদ্দিনের করাত কল সিলগালা করেন। এসময় মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি। পরে করাত কলের চাকা খুলে নিয়ে আসা হয়।