দ্বিপালী দেবনাথ তিথি
মায়ের চোখে দেখলে হাসি
বুকটা যায় যে ভরে,
মায়ের কোলে রাখলে মাথা
যাই যে সুখে মরে ।
মায়ের আঁচল ধরে হাঁটি
মায়ের সাথে চলি,
মা ছাড়া বুঝি না কিছু
মা আমার সকলি ।
মায়ের বুকে স্বর্গ নিবাস
মাকে ছাড়া অচল,
মা আছে তাই নাইকো চিন্তা
মা আমার শক্তি বল ।
মায়ের মুখের শুনলে কথা
মনে লাগে যে দোল,
মায়ের মতো নেই কেউ আপন
মা আমার হাক ডাক বোল ।