সিলেটে ছাত্রদলের মিছিলে পুলিশী হামলায় মহানগর বিএনপির নিন্দা

13

সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এমসি কলেজ ছাত্রাবাসের গণধর্ষণের ঘটনার প্রতিবাদে ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাহিনীর বাধা প্রদান ও বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী।
২৬ সেপ্টেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, সিলেটে গণধর্ষণের ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যখন একাত্মতা পোষণ করে শান্তিপূর্ণ মিছিল করে, ঠিক তখনই সরকারের পুলিশ বাহিনী দমন-পীড়নের মাধ্যমে তাদের বাধা প্রদান ও বর্বরোচিত হামলা চালিয়ে আহত করে। নেতাকর্মীদের মামলা-হামলা দিয়ে রাজপথ থেকে দূরে সরানোর অপচেষ্টায় লিপ্ত থাকে।
নেতৃবৃন্দ সরকারের মদদপুষ্ট পুলিশ বাহিনীর উদ্দেশ্যে বলেন, জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীরা দমন-পীড়ন নির্যাতনকে ভয় পায়না। ভয় দেখিয়ে বিএনপি, যুবদল, ছাত্রদল নেতাকর্মীদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে চলমান গণতান্ত্রিক আন্দোলন থেকে নিবৃত করা যাবে না। অবৈধ অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের আন্দোলন অব্যাহত রাখবে। বিজ্ঞপ্তি