হযরত শাহজালাল (রহ.) ৩৬০ আউলিয়ার অন্যতম সঙ্গী হযরত শাহ্ জাহান আলী (রহ.) এর বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিলে সকাল ৮টায় কুরআন তেলায়তের মধ্যে দিয়ে দিনের প্রাথমিক অনুষ্ঠান শুরু হয়। বেলা ২টা থেকে উলাময়ে কেরামগণ বয়ান পেশ করেন বেলা ৪টায় হযরত শাহজালাল (রহ.) পক্ষ থেকে গিলাফ প্রধান করেন ৩৬০ আওলিয়া ভক্তবৃন্দ পরিষদের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ব্যবসায়িক ঐক কল্যাণ পরিষদের সভাপতি শেখ মখন মিয়া চেয়ারম্যান এসময় তার সাথে উপস্থিত ছিলেন শাহজালাল (রহ.) ভক্তবৃন্দ পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইসলাম আলী , শাহ্ জাহান আলী (রহ.) এর খাদিম রফিকুল হক রফিক মিয়াসহ বিপুল সংখ্যাক বক্তবৃন্দ।
গিলাফ পরিধান শেষে শেখ মখন মিয়া চেয়াম্যান বলেন, শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) ৩৬০ আউলিয়ার ইয়ামেন দেশ থেকে আসার প্রেক্ষাপট বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। আল্লাহ ও আল্লাহর রাসূলের প্রিয়ারা বান্দা হিসাবে দ্বীন প্রচারের গুরু দায়িত্ব নিয়ে গহীন জঙ্গল ধর্মী বিরোধী গৌড় গোবিন্দকে ঈমানী শক্তিতে বলীয়ান হয়ে শত বাধা পেরিয়ে সিলেটে এসে গৌড় গোবিন্দকে পরাজিত করে ইসলাম ধর্মের পতাকা উত্তোলনের কারনে আমরা স্বাধীনভাবে ইসলাম ধর্ম পালন করতে পারছি। তাই শাহজালাল (রহ.) ইয়ামেনী কে অনুসরণ করে ঈমানী চলাফেরার মাধ্যমে ইসলাম প্রচারে প্রতিটি ঈমানদান মুসলমানের দ্বীন খেদমতে সময় দেওয়া উচিৎ তিনি আরোও বলেন পুণ্যভূমি সিলেটকে আধ্যাত্মিক রাজধানী ঘোষণার যে দাবী করে আসছি সেই দাবীকে জনদাবীতে পরিণতি করতে প্রতিটি রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের দেশবাসীকে দাবীর প্রতি সমর্থন কামনা করি। বিজ্ঞপ্তি