সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় ১০ শিশুসহ ৩২ জন রোগীর অস্বাভাবিক মৃত্যুতে একজন বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে গতকাল বুধবার বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলা শাখার সভাপতি ড. আর কে ধর ও মহানগর শাখার সভাপতি আলহাজ্ব আতাউর রহমানের নেতৃত্বে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলা শাখার সহ-সভাপতি মাহবুবুল আলম মিলন, মহানগরের সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদান, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক লিলু, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ফাইয়াজ হোসেন ফরহাদ, কামরুজ্জামান, লায়ন মিসবাহ উদ্দিন, দপ্তর সম্পাদক মো. শাহ আলম, ল’ কলেজ শাখার সভাপতি মো. জাহাঙ্গীর আলম, মো. শফিকুর রহমান শফিক, মো. হাবিবুর রহমান খসরু, রাশেদুজ্জামান রাশেদ, আলী আহমেদ রেদওয়ান, জেলা সদস্য শিরিন চৌধুরী, শাহেদা বেগম, আরটিভি’র ব্যুরো প্রধান কামকামুরাজ্জাক রুনু, মো. তাইয়্যিব খান লামিম, দৈনিক উত্তরপূর্ব’র ফটোসাংবাদিক শংকর দাস, তাপস কর্মকার, বামাক জেলার কোষাধ্যক্ষ আলী হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি