বঙ্গবন্ধু গোল্ডাকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানসহ সিলেট পর্বের খেলা সফল আয়োজনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করলেন সিলেট ডিস্ট্রিক্ট ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ফ্যাশন হাউস মাহার কর্ণধার মাহি উদ্দিন আহমদ সেলিম। রবিবার ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই ক্রেস্ট গ্রহন করেন মাহি উদ্দিন আহমদ সেলিম।
ক্রেস্ট গ্রহণের পর ঢাকা থেকে টেলিফোনে প্রদত্ত এক প্রতিক্রিয়ায় মাহি উদ্দিন আহমদ সেলিম বলেন, এই সফলতা আমার নয়, এই সফলতা সমগ্র সিলেটবাসীর-এই সফলতা অর্থমন্ত্রীর। ক্রীড়াপ্রেমী হিসেবে পরিচিত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই টুর্ণামেন্ট সিলেটে আয়োজনের ব্যাপারে মুখ্য ভূমিকা রেখেছেন। সিলেটে খেলা চলাকালে প্রতিদিন অর্থমন্ত্রী খোঁজখবর নিয়েছেন। তার আন্তরিক সহযোগিতাই টুর্ণামেন্ট সফলভাবে আয়োজনে অগ্রণী ভূমিকা রেখেছে।
সিলেটের দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাহি উদ্দিন সেলিম বলেন, সিলেটের সর্বস্তরের মানুষ যেভাবে ফুটবলকে ভালোবেসে মাঠে এসেছেন, যারা স্বতঃফূর্তভাবে টুর্ণামেন্টকে সফল করতে নিরলসভাবে পরিশ্রম করেছেন এই সফলতা তাদের প্রাপ্য। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের বরাত দিয়ে মাহি উদ্দিন সেলিম বলেন, সিলেট ও ঢাকায় সুন্দরভাবে আয়োজন করায় আয়োজকদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই টুর্ণামেন্ট সফলভাবে আয়োজনে সহযোগিতাকারী সংশ্লিষ্ট সকল মহলের প্রতি সিলেট ডিস্ট্রিক্ট ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান মাহি উদ্দিন আহমদ সেলিম। সিলেটে নিয়মিত ফুটবল আয়োজনের ব্যাপারে সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতাও প্রত্যাশা করেন তিনি। বিজ্ঞপ্তি