সীমান্ত জনপদ গোয়াইনঘাট ॥ লাগাতার হরতাল ও অবরোধে পাথর রাজ্যে ও তামাবিল শুল্ক ষ্টেশনে হাহাকার

49

jaflong-25-01-2015কে এম লিমন, গোয়াইনঘাট থেকে :
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতর অবরোধ ও হরতাল এবং রাজনৈতিক অস্থিরতা কারণে স্থবির হয়ে পড়েছে জনজীবন। অতিষ্ঠ হয়ে পড়েছে ব্যবসায়ীসহ সাধারণ শ্রমিক ও খেটে খাওয়া মানুষ। সীমান্ত জনপদ গোয়াইনঘাটের পাথর রাজ্য বিছনাকান্দি ও জাফলং পাথর কোয়ারীতে হাহাকার বিরাজ করছে। পাশাপাশি তামাবিল শুল্ক ষ্টেশনের আমদানী রপ্তানী কার্যক্রমে ও ক্রমশই ভাটা পড়ছে। অপরদিকে পর্যটক শূন্য হয়ে পড়েছে উপজেলার পর্যটককেন্দ্র গুলি। লাগাতর অবরোধ ও হরতালের কারণে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা বেড়েই চলছে। রাজনৈতিক এমন অস্থিরতার কারণে পাথর কোয়ারী এলাকায় পাথর ক্রয় করার জন্য কোন ক্রেতা আসছে না। অন্যদিকে সড়কে যানবাহন চলাচল নিরাপদ না থাকায় পরিবহন মালিকরা পাথর বহনের জন্য তাদের গাড়ী ও পাঠাচ্ছেন না। যার কারণে কোয়ারী থেকে উত্তোলিত পাথর এবং ক্রাশার মেশিন মালিকরা তাদের পাথর বিক্রি করতে পারছে না। এতে করে প্রতিদিন প্রায় কোটি টাকা ক্ষয় ক্ষতির সম্মুখীন হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। পর্যটক শূন্য হয়ে পরেছে উপজেলার পর্যটনস্পট গুলো এতে করে ক্ষতির সম্মুখীন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এবং দেশের বর্তমান রাজনৈতক অবস্থার কারণে অনেকটা উদ্বেগ, উৎকণ্ঠ ও আতঙ্ক লক্ষ করা গেছে এবারের এস এস সি ও সমমানের পরীক্ষার্থীদের মাঝে। আর লাগাতর অবরোধ ও হরতালের কারণে গোয়াইনঘাট উপজেলার বৃহৎ বিছনাকান্দি ও জাফলং পাথর কোয়ারীতে সৃষ্টি হয়েছে অচলাবস্থার। কোয়ারী থেকে উত্তোলিত পাথরের দাম নেমে এসেছে অর্ধেকের ও কমে। কোয়ারী এলাকায় হরতালের প্রভাব পড়ায় কোটি কোটি টাকার ক্ষয়-ক্ষয়তির সম্মুখীন কোয়ারী সংশ্লিষ্ট ব্যবসায়ী ও তামাবিল শুল্ক ষ্টেশনের আমদানী ও রপ্তানী কারকরা। পাশাপাশি বৃহৎ দুটি পাথর কোয়ারী ও তামাবিল শুল্ক ষ্টেশনের সাথে সংশ্লিষ্ট প্রায় লক্ষাধিক শ্রমিকের কাজ না থাকায় অনেকটা অর্ধাহারে অনাহারে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। লক্ষাধিক শ্রমিকের কর্মসংস্থানের উৎস সীমান্ত জনপদ গোয়াইনঘাটের পাথর রাজ্যে চলছে হাহাকার। বিপাকে রয়েছেন কোয়ারী সংশ্লিষ্ট প্রায় লক্ষাধিক শ্রমিক, পাথর ব্যবসায়ী, মিল মালিক এবং ট্রাক শ্রমিক।
অপর দিকে হরতালের অজুহাতে নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের দাম দ্বিগুণ হারে বাড়িয়ে দিয়েছেন সুযোগ সন্ধানী কতিপয় ব্যবসায়ীরা। দাম বৃদ্ধির কারনে নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্য দিন দিন ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে সাধারণ শ্রমিক ও খেটে খাওয়া মানুষের।