তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিরাইয়ে সুজনের মানববন্ধন

11

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের দিরাই উপজেলার কেজাউড়া গ্রামে শিশু তুহিনকে মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সুজন-সুশাসনের জন্য নাগরিক দিরাই উপজেলা কমিটি। মঙ্গলবার বাদ আছর দিরাই প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুজন দিরাই উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ুম এর সভাপতিত্বে ও অর্থ সম্পাদক কাজী নুরুল আজিজ চৌধুরী সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সুজনের সম্পাদক শাহিনুর রহমান, সহসভাপতি শামসুল ইসলাম সর্দার খেজুর, সহসম্পাদক সহকারী অধ্যাপক বদিউজ্জামান সর্দার, দিরাই উপজেলা শিক্ষক সমিতি’র সভাপতি মোস্তফা কামাল পাশা, প্রভাষক মোস্তাহার হোসেন মোস্তাক, সমাজ কর্মী এমদাদ সর্দার, ছাত্র নেতা আবিদুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, তুহীন হত্যাকান্ডের সাথে যে বা যারা জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করতে হবে।