স্টাফ রিপোর্টার :
নগরীতে ডায়াবেটিক হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু ও পরবর্তীতে ভাংচুর ও আহতের ঘটনায় গতকাল শুক্রবার রাত ৮ টা পর্যন্ত থানায় কোন পক্ষই মামলা দায়ের করেনি।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, এ ঘটনায় কোন পক্ষই গতকাল শুক্রবার পর্যন্ত থানায় অভিযোগ নিয়ে আসেননি। আসলে দু’পক্ষেরই মামলা নেয়া হবে। তাছাড় এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানান তিনি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে এক মহিলা রোগী মারা যাওয়াকে কেন্দ্র করে রোগীর স্বজনরা হাসপাতালের জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার, কেবিন, ফার্মেসি ও ডায়ালাইসিস কক্ষ ভাংচুর করেন। হামলায় আহত হয়েছেন কর্তব্যরত চিকিৎসক শিহার উদ্দিন রাফি ও সেবিকা লাভলী দে, সিকিউরিটি গার্ড সোহেল ও ওয়ার্ডবয় আলী হায়দার। এ ঘটনায় চিকিৎসক-সেবিকাসহ অন্তত ৫জন আহত হন।