গোলাপগঞ্জে মেয়র প্রার্থীদের প্রচারণা শেষ, কাল ভোট

49

সেলিম হাসান কাওছার গোলাপগঞ্জ থেকে  :
গোলাপগঞ্জ পৌরসভা উপ-নির্বাচন আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। উৎসব মুখর পরিবেশে মেয়র প্রার্থীদের প্রচারণা শেষ হয়েছে। গতকাল সোমবার দুপুর ২টা থেকে শুরু হওয়া প্রচারণা পথসভার মাধ্যমে শেষ করেন মেয়র প্রার্থী ও তাদের সমর্থকরা। দুপুর থেকে বিএনপির স্বতন্ত্র প্রার্থী (নারিকেল গাছ) প্রতীকের মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিসের সমর্থকরা জটিকা মিছিল নিয়ে গোলাপগঞ্জ কদমতলীর প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন এবং পথসভার মাধ্যমে শেষ করেন নির্বাচনী প্রচারণা। অপরদিকে বিএনপির আরো এক স্বতন্ত্র প্রার্থী (মোবাইল ফোন) প্রতীকের গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন একইরকম প্রচারণার মাধ্যমে চৌমুহনীর মার্ভেলাস টাওয়ারের সামনে পথসভা করে নির্বাচনী প্রচারণা শেষ করেন। এদিকে আ’লীগের (নৌকা) প্রতীকের জাকারিয়া আহমদ পাপলুও পথসভার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করেন। সন্ধার পর তার সমর্থকরা নৌকা মার্কার মিছিল নিয়ে বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পাপলুর নির্বাচনী পথসভায় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীসহ অনেকে। নির্বাচনী সময়ে উপজেলা ও পৌর আ’লীগের দায়িত্বশীলরা সাথে না থাকায় দুঃখ প্রকাশ করেন পাপলু। এ সময় জেলা আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে গোলাপগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে ভারপ্রাপ্ত ওসির দায়িত্ব পালন করবেন ইন্সপেক্টর (অপারেশন) দেলোয়ার হোসেন। গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলীর স্ট্যন্ড রিলিজের খবরটি গুজব। সংশ্লিষ্ট থানা পুলিশ বলছে ওসি শিবলী অসুস্থ তাই উনি ছুটিতে আছেন। (৩০ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে ভারপ্রাপ্ত ওসির দায়িত্ব পালন করছেন গোলাপগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) দেলোয়ার হোসেন। থানার বর্তমান ভারপ্রাপ্ত ওসি দেলোয়ারের সাথে আলাপ করা হলে তিনি বলেন, আমি রবিবার রাত ৮টা থেকে ভারপ্রাপ্ত ওসির দায়িত্ব পালন করছি। পৌরসভা নির্বাচনে আপনি ওসির দায়িত্ব পালন করবেন কি না জানতে চাইলে তিনি বলেন,আমি এই নির্বাচনে ওসির দায়িত্বে থাকাবো। সিলেট জেলার সিনিয়র নির্বাচন অফিসার ও গোলাপগঞ্জ পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা খোরশেদ আলম ও উপজেলা সহকারী নির্বাচন অফিসার সাইদুর রহমানের সাথে আলাপ করা হলে তারা বলেন,এ বিষয়ে আমরা কিছু জানি না। গত বৃহস্পতিবারে জেলার আইনশৃঙ্খলার সভায় কোন মেয়র প্রার্থী ওসি শিবলীর বিরুদ্ধে তিনটি অভিযোগ করেছিলেন কি না জানতে চাইলে তারা বলেন, এটাও আমাদের জানা নেই। বিষয়টি জানতে গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাশেদুল হক চৌধুরীর আলাপ করা হলে তিনি বলেন, এ বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারবেন। এ ব্যাপারে সিলেট দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার ইমাম মোহাম্মদ সাদিদের সাথে আলাপ করা হলে তিনি বলেন, আপনারা যা শুনেছেন পুরো বিষয়টি গুজব। ওসি শিবলী শুনেছি অসুস্থ।