এসএসসি পরীক্ষা বিষয়ে সিদ্ধান্ত ১ ফেব্রুয়ারি

34

কাজিরবাজার ডেস্ক :
সোমবার (০২ ফেব্র“য়ারি) থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা যথা সময়ে অনুষ্ঠিত হবে কি-না এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রবিবার (০১ ফেব্র“য়ারি) জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষা সচিব নজরুল ইসলাম খান।
গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় একথা জানান তিনি।
অবরোধের মধ্যে ২০দলের ডাকা টানা ৭২ ঘণ্টা হরতালের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে কি-না জানতে চাইলে শিক্ষা সচিব একথা জানান।
এর মধ্যে বিরোধীদল পরীক্ষা বিবেচনা করে কোনো ঘোষণা দেয় কি-না সেটার দিকে তাকিয়ে ১ তারিখ পর্যন্ত অপেক্ষা বলেও জানান শিক্ষা সচিব।