স্টাফ রিপোর্টার :
সিলেটে বিএনপি ও জামায়াতের ৬৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাতে এবং গতকাল বৃহস্পতিবার মহানগর ও জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ জানান, নগর পুলিশের ছয়টি থানা থেকে ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে নাশকতায় জড়িত থাকার অভিযোগে বিএনপি ও জামায়াতের ১৬ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, জেলার ১২টি উপজেলা থেকে ৭ বিএনপি-নেতাকর্মীসহ ৩৩জনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা।
এদিকে,সিলেট নগরীর পাঠানটুলা লাভলী রোড থেকে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় গোয়াইনঘাট উপজেলা বিএনপি নেতা বাবুল হোসেন বাবুলকে গ্রেফতার করেছে পুলিশ। এয়ারপোর্ট থানা পুলিশ নিজ বাসার সম্মুখ থেকে তাকে গ্রেফতার করে। এসআই শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, বাবুলের বিরুদ্ধে নাশকতার অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে।
অপরদিকে, সিলেট সদর উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মঞ্জুর আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর রাজপাড়া গলির মুখ থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গাড়ি পুড়ানো ও বিস্ফোরক আইনে দুইটি মামলায় গ্রেফতারি পরওয়ানা রয়েছে বলে জানিয়েছেন শাহপরাণ থানার ওসি সাখাওয়াত হোসেন। তিনি জানান, মঞ্জুরকে গতকাল বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে প্রেরণ করেছেন।