শাবিতে প্রক্টরের উপর হামলার মামলায় জামিন পেলেন ছাত্রলীগের ১৩ নেতাকর্মী

24

স্টাফ রিপোর্টার :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত ২০ নভেম্বর ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ থামাতে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর হিমাদ্রি শেখর রায়ের উপর সন্ত্রাসী হামলার মামলায় গ্রেফতার হওয়া ছাত্রলীগের ১৩ কর্মী জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল সোমবার সিলেট মহানগর দায়রা জজ মোঃ আকবর হোসাইন মৃধার আদালতে ১৩ আসামীকে হাজির করা হলে আসামী পক্ষের আইনজীবী গ্রেফতারকৃতদের সামনে পরীক্ষা থাকার বিষয়টি তুলে ধরে জামিন প্রার্থনা করেন। আদালত ১৩ জনের জামিন মঞ্জুর করলে বিকেলে তাঁরা কারাগার থেকে মুক্তি পান।
জামিনে মুক্তি পাওয়া ১৩ ছাত্রলীগ কর্মী হচ্ছেন, সাদ্দাম হোসেন, সালমান আহমদ, জয়ন্ত দাশ, মো. বেলাল আহমদ, এনামুল হক, মেহেদী হাসান, আশিক মুরছালিন, নয়ন রায়, পুনম আহমদ, নারায়ণ চন্দ্র বৈষ্ণ, আতিক মো. শরিফুল ইসলাম, মাহমুদুল আহসান ওরফে মাহমুদুল ও সজল দাশ ওরফে অনিক। এরা শাহজালাল বিশ্ববিদ্যালয়, সিলেটের মদনমোহন কলেজ ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী।
জানা গেছে, গত ২০ নভেম্বর শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষে গুলিতে নিহত হয়েছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএর শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী সুমন চন্দ্র দাস। সংঘর্ষ চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরও আক্রান্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন বাদী হয়ে মামলা করেছিলেন। পুলিশ ওই দিন রাতে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করেছিল।