পিন্টু দেবনাথ, কমলগঞ্জ থেকে :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানে বাবা, মা ভাইসহ চা শ্রমিক সন্তান শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরার উপর হয়রানিমূলক মামলার প্রতিবাদে এক সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় আলীনগর চা বাগান শহীদ মিনার চত্বরে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ চা ছাত্র যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সজল কৈরীর সভাপতিত্বে তাম্বির বাগতীর সঞ্চালনায় প্রতিবাদ সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, চা ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রদীপ পাল, কেন্দ্রীয় কমিটির সদস্য আকাশ কৈরী, মানিক পাল, সঞ্জয় কৈরী, রঞ্জিত রবিদাস, সত্য নারায়ন রাজভর, বলরাম কৈরী, সুভ্রীগড়। সভায় বক্তারা বলেন, কিছু দিন পূর্বে শ্রীমঙ্গলের একটি চা বাগানের ঘটনায় চা বাগান মালিক পক্ষ উদ্দেশ্যমূলকভাবে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চা শ্রমকি সন্তান প্রেম সাগর হাজরাসহ তাঁর পরিবার সদস্যদের উপর হয়রানিমূলক মামলা দায়ের করে। এ মামলায় ১২ জানুয়ারি সোমবার পুলিশ প্রেম সাগর হাজরা, তার বাবা ভানু হাজরা (৫০), মা ও আরো এক ভাইসহ চারজনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে। অবিলম্বে এ হয়রানিমূলক মামলা থেকে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যার প্রেম সাগর হাজরাসহ পরিবার সদস্যদের অব্যাহতি দিতে দাবী জানানো হয়। শুক্রবার চা ছাত্র যুব পরিষদের আয়োজিত প্রতিবাদ সভার প্রতি সম্মতি প্রকাশ করে এ দাবী মেনে নিতে প্রশাসন ও চা বাগান মালিক পক্ষের কাছে দাবী জানান বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী।