নবীগঞ্জ থেকে সংবাদদাতা :
ঢাকা-সিলেট মহাসড়কে গত বৃহস্পতিবার রাত ১২টায় জামায়াত-শিবির ও ছাত্রদল ক্যাডারদের হামলায় কয়েকটি গাড়ি ভাংচুর হয়েছে। ভাংচুরের সময় নবীগঞ্জ থানা পুলিশ ছাত্র শিবিরের এক ক্যাডারকে গ্রেফতার করেছে। বাকিরা মোটর সাইকেলযোগে পালিয়ে গেছে। অবরোধ চলাকালে মহাসড়কের নবীগঞ্জ অংশে গভীর রাতে প্রায়ই গাড়ি ভাংচুরের ঘটনা সংঘটিত হচ্ছে। আউশকান্দি এলাকার শিবির ও ছাত্রদলের নামধারী ক্যাডার গণ এসব ভাংচুর ও নাশকতার ঘটনা সংঘটিত করছে। আউশকান্দি এলাকার কয়েকজন ছাত্রদল ও শিবির নেতার নেতৃত্বে প্রায়ই মিছিল মিটিং ও অবরোধ কর্মসূচী পালন হচ্ছে। গত রাতে নাশকতার করে গাড়ি ভাংচুর ও পেট্রোল বোমা দিয়ে গাড়ি জ্বালানোর চেষ্টা করলে আউশকান্দি সৈয়দপুর ফাজিল মাদ্রাসার ছাত্র ও জামায়াত শিবিরের নেতা দিলাওর হোসেন (১৮) কে পুলিশ আটক করে। জানা যায় রাত ১২টায় স্থানীয় ছাত্র শিবির ও ছাত্রদলের কয়েকজন নেতা মিলে আউশকান্দি বাজার সংলগ্ন মিনাজপুর গ্রামের কাছে ঢাকাগামী এনা পরিবহন কে আটক করে ভাংচুর করে আগুন লাগানোর চেষ্টা করলে গাড়ির যাত্রীরা ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করলে গ্রামবাসী ছুটে এসে এসব সন্ত্রাসীদের ধাওয়া করলে তারা মোটর সাইকেল যোগে পারিয়ে যায়। এ সময় মহাসড়কের ডিউটি পুলিশের দল দ্রুত এসে ছাত্র শিবিরের ক্যাডার দিলাওরকে আটক করে। সে পুলিশকে জানায় তারা ছাত্র শিবির ও ছাত্রদলের ৬জন ক্যাডার ছিল এ হামলায়। হামলাকারীরা স্থানীয় পার্শ্ববতী গ্রামের মধ্যে আত্মগোপন করে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি লিয়াকত আলী ও এস আই নুর মোহাম্মদ ঘটনার সত্যতা স্বীকার করে একজন আটকের কথা বলেন।