সিলেট-জকিগঞ্জ সড়কে বর্ধিত ভাড়া প্রত্যাহার ও বিআরটিসি বাস চালুর দাবিতে স্মারকলিপি

6

সিলেট-জকিগঞ্জ সড়কে বর্ধিত বাস ভাড়া প্রত্যাহার ও বিআরটিসি বাস চালুর দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জকিগঞ্জ যাত্রী কল্যাণ ঐক্য পরিষদ। সোমবার পরিষদের নেতৃবৃন্দ জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলামের কাছে এই স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপির অনুলিপি স্থানীয় সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, ডিআইজি, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বরাবর প্রদান করা হয়েছে।
স্মারকলিপিতে যেসব দাবি জানানো হয় তার মধ্যে রয়েছে- বর্ধিত ভাড়া প্রত্যাহার, জকিগঞ্জ যাওয়ার তিনটি রুটে বিআরটিসির ৯টি বাস চালু, শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নির্ধারণ, নির্ধারিত সিটের অতিরিক্ত যাত্রী বহন বন্ধ ও নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে যাত্রী হয়রানি বন্ধ করা। বিজ্ঞপ্তি