প্রারম্ভিকা-র স্মরণ সভায় বক্তারা ॥ শামসুর রহমান সকল দুর্বিপাকে প্রেরণার উৎস

9

রাহমানের অবদান কালের কপোলে অক্ষয় কীর্তি হয়ে আছে। প্রগতির এক পদাতিক এই কবির কবিতা আমাদের মহান মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক এবং মৌলবাদ বিরোধী আন্দোলনসহ সকল দুর্বিপাকে সাহস ও প্রেরণা যুগিয়েছে। ” ১৭ আগষ্ট ‘প্রারম্ভিকা প্রকাশ, সিলেট’ এর উদ্যোগে কবি শামসুর রাহমানের ১৩ তম প্রয়াণ দিবসে আয়োজিত স্মরণ সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। প্রারম্ভিকা প্রকাশ, সিলেট-এর উপদেষ্টা কবি পুলিন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ গ্রীনহিল ষ্টেট কলেজের অধ্যক্ষ প্রশান্ত কুমার সাহা। সংগঠনের কর্ণধার কবি ধ্রুব গৌতমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও গবেষক এ কে শেরাম, নাট্যব্যক্তিত্ব আশুতোষ ভৌমিক বিমল ও কবি-ব্যাংকার মোহাম্মদ মোশতাক চৌধুরী । আলোচনা ও লেখা পাঠে অংশ নেন অজিত রায় ভজন, সুমন বনিক, রানা কুমার সিংহ, আনোয়ার হোসেন মিছবাহ, সঞ্জয় নাথ সঞ্জু, বিজিত কুমার আচার্য্য, অমিতা বর্দ্ধন, নিরঞ্জন চন্দ্র চন্দ, মাসুদা সিদ্দিকা রুহী, আলাউদ্দিন তালুকদার, মিহির মোহন, সুরাইয়া পারভীন(লিলি), মনজুর মোহাম্মদ, মিজান মোহাম্মদ, এম. আলী হোসাইন, কামাল আহমদ, এমরান ফয়সল, সন্দীপ দেব, আল মামুন বাবলু, স্বপন মাহমুদ, রজত রায়, জয়নাল আবেদীন, রিপন মিয়া, জামেয়া আহমদ সনি, অজয় বৈদ্য অন্তর, স্বপন মাহমুদ, জেসমিন আক্তার নীলু, মোঃ তাহমিদ ইসলাম নাফিজ প্রমুখ।
প্রারম্ভিকা প্রকাশ, সিলেট-এর উপদেষ্টা কবি পুলিন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ গ্রীনহিল ষ্টেট কলেজের অধ্যক্ষ প্রশান্ত কুমার সাহা। সংগঠনের কর্ণধার কবি ধ্রুব গৌতমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও গবেষক এ কে শেরাম, নাট্যব্যক্তিত্ব আশুতোষ ভৌমিক বিমল ও কবি-ব্যাংকার মোহাম্মদ মোশতাক চৌধুরী । আলোচনা ও লেখা পাঠে অংশ নেন অজিত রায় ভজন, সুমন বনিক, রানা কুমার সিংহ, আনোয়ার হোসেন মিছবাহ, সঞ্জয় নাথ সঞ্জু, বিজিত কুমার আচার্য্য, অমিতা বর্দ্ধন, নিরঞ্জন চন্দ্র চন্দ, মাসুদা সিদ্দিকা রুহী, আলাউদ্দিন তালুকদার, মিহির মোহন, সুরাইয়া পারভীন(লিলি), মনজুর মোহাম্মদ, মিজান মোহাম্মদ, এম. আলী হোসাইন, কামাল আহমদ, এমরান ফয়সল, সন্দীপ দেব, আল মামুন বাবলু, স্বপন মাহমুদ, রজত রায়, জয়নাল আবেদীন, রিপন মিয়া, জামেয়া আহমদ সনি, অজয় বৈদ্য অন্তর, স্বপন মাহমুদ, জেসমিন আক্তার নীলু, মোঃ তাহমিদ ইসলাম নাফিজ প্রমুখ। বিজ্ঞপ্তি