শামছুর রহমান ফাউন্ডেশন’র উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

35

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
সিলেট প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেছেন প্রবাসীদের পাশাপাশি বিত্তবানরা এগিয়ে আসলে গরীব ও অসহায় মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। সম্ভাবনাময় পর্যটন এলাকা গোয়াইনঘাট উপজেলাকে এগিয়ে নিতে সকল মহলের সহযোগিতা ও আন্তরিকতা প্রয়োজন। গতকাল শুক্রবার শামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন ও গরীব মেধাবীদের মাঝে শিক্ষা সামগ্রী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলমারী এবং খাবার সামগ্রী বিতরণকালে তিনি প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন। ফাউন্ডেশন‘র চেয়ারম্যান প্রবাসী কমিউনিটি নেতা সুফি সুহেল আহমদ‘র সভাপতিত্বে ও গোয়াইনঘাট প্রেসক্লাব‘র সভাপতি মনজুর আহমদ‘র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের পরিচালনা কমিটির সভাপতি ও আলোকিত বাংলাদেশ প্রত্রিকার সিলেট বুরো প্রদান সাংবাদিক ফারুক আহমদ, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সিলেট প্রতিনিধি আব্দুল জব্বার, ফাউন্ডেশন‘র সচিব জিবলুর রহমান, দৈনিক সিলেটের ডাক‘র স্টাফ রির্পোটার সাঈদ নোমান, গোয়াইনঘাট প্রেসক্লাব‘র সাধারণ সম্পাদক এম এ মতিন, খাসিয়া পনরয় সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ওয়েলকাম লম্বা, আদিবাসী নেতা এলবিস প্রমুখ। সভাপতির বক্তব্যে সুফি সুহেল বলেন আমার সাধ্য অনুযায়ী আজীবন ফাউন্ডেশন‘র উদ্যোগে দেশ, জাতি, সমাজ ও অসহায় গরীব মানুষের সহযোগিতায় কাজ করার প্রতিশ্র“তি ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করছি।