মহানগর আ’লীগের সংবাদ সম্মেলনে কামরান ॥ বিশ্ব ইজতেমাগামী ধর্মপ্রাণ মুসলমানদের স্বার্থে হরতাল প্রত্যাহার করুন

36

shahin--pic-07-01-15--8স্টাফ রিপোর্টার :
সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, বিশ্ব ইজতেমায় অংশ নেওয়ার জন্য সিলেটের হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি যখন প্রস্তুতি নিয়েছেন। ঠিক তখনই মহানগর বিএনপি হরতাল আহবান করেছে। এই হরতালে বিস্মিত হয়েছি। ধর্মপ্রাণ মুসলমানগণ বিস্মিত হয়েছেন। তিনি বলেন, হযরত শাহজালাল (রহ), শাহপরান (রহ) ও সুফি সাধকদের পুণ্যভূমি সিলেট। সাম্প্রদায়িক সম্প্রীতির নগরী সিলেট। এ অঞ্চলের মানুষ বাংলাদেশের অন্য এলাকার তুলনায় ধার্মিক। তাই বিশ্ব ইজতেমায় সাধারণ মুসল্লিদের যাতায়াত বাধাগ্রস্ত করতেই এই হরতাল আহবান করেছে মহানগর বিএনপি। তিনি ধর্মপ্রাণ মুসল্লিদের স্বার্থে হরতাল প্রত্যাহারের আহবান জানান। তিনি গতকাল বুধবার দুপুরে সোবহানীঘাটস্থ ইবরাহীম স্মৃতি সংসদে মহানগর বিএনপির আহূত আজ বৃহস্পতিবারের হরতাল প্রত্যাহারের দাবিতে মহানগর আওয়ামীলীগের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে কামরান বলেন, ঢাকায় বিশ্ব ইজতেমায় যোগদান করতে সিলেট থেকে হাজার হাজার মুসল্লি যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। গতকাল ও আজ অবরোধ থাকায় অনেকেই ঢাকায় যেতে পারেননি। কিন্তু আমরা অত্যন্ত আশ্চর্য হয়েছি, হঠাৎ করে আজ বৃহস্পতিবার মহানগর বিএনপি হরতাল আহবান করায়। তিনি বলেন, এই হরতালের কারণে সিলেটের ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এই হরতাল প্রত্যাহারের দাবি জানিয়েছেন। অনেকে আমাদের সাথে যোগাযোগ করছেন তাদের জন্য কিছু একটা করতে। ধর্মপ্রাণ ভাইয়েরা আমাদের সহযোগিতা কামনা করেছেন। তাই আমরা সিলেটের ধর্মপ্রাণ মুসল্লিদের পক্ষে হরতাল প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছি।
কামরান বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আইনের শাসনকে বিশ্বাস করি। আমরা বিনয়ের সাথে মহানগর বিএনপিকে বলছি, বিশ্ব ইজতেমার কথা বিবেচনায় রেখে আগামীকালের হরতাল প্রত্যাহার করুন। তিনি বলেন, সারাবছর মুসলমানরা অনেক আশা-আকাক্সক্ষায় বিশ্বইজতেমায় অংশ নেওয়ার জন্য এই দিনটির জন্য অপেক্ষা করেন। আপনারা ধর্মপ্রাণ এই মুসলমানদের আবেগ-অনুভূতিতে আঘাত হানবেন না। তিনি বেগম খালেদার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিশ্ব ইজতেমা শুধু বাংলাদেশের মুসলমানদের জন্য নয়। এটি সারা বিশ্বের মুসলমানদের জন্য। সুতরাং বিশ্বের মুসলমানদের কথা চিন্তা করে ও দেশের স্বার্থে জনবিরোধী কর্মকান্ড থেকে বিরত থাকুন। মুসলমানদের আবেগ-অনুভূতির ডাকে সাড়া দিয়ে আপনার নেতাকর্মীদের এই হরতাল প্রত্যাহারের কথা বলুন।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ও আওয়ামীগ-ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।