বিয়ানীবাজারে বিএনপি’র সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষে আহত ২০

42

এ টি এম তুরাব, বিয়ানীবাজার থেকে :
বিয়ানীবাজারে বিএনপি’র সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা বিএনপির সভাপতি ও সেক্রেটারিসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ সময় পুলিশ ৫ রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়ে। ঘটনায় পর থেকে পৌর শহরসহ আশপাশ এলাকায় থমথমে পরিস্থতি বিরাজ করছে।
জানা যায়, গতকাল বিকাল ৩টার দিকে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে উপজেলা বিএনপি শহরের আজির মার্কেট থেকে বিক্ষোভ মিছিল বের করে দক্ষিণ বাজার ঘুরে ফের আজির মার্কেটে ফিরে আসলে পুলিশের সাথে বিএনপি’র ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে। পুলিশও মারমুখি অবস্থান নিয়ে মিছিলকারীদের ধাওয়া করে। এ সময়  আতংকিত লোকজন দিকবেদিক ছুটাছুটি করেন। পরে  পুলিশ ইনার কলেজ রোডের একটি টেইলার্সের দোকান থেকে আরিফ (২৩) নামের একজনকে আটক করে। আটককৃত আরিফ নিজেকে দোকানের কর্মচারী পরিচয় দিলেও পুলিশের দাবি সে বিএনপি’র মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট মেরেছে। এর কিছুক্ষণ পর ফের বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে পৌর শহরের খাসাড়িপাড়া রোডে থেকে মিছিল বের করে উত্তেজিত নেতা কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে। পুলিশও মারমুখি অবস্থান নিয়ে মিছিলকারীদের লক্ষ্য করে অন্তত ৫ রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়ে। শুরু হয় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। আহতরা হলেন উপজেলা বিএনপির সভাপতি নজমুল হোসেন পুতুল, সেক্রেটারি এম.এ অদুদ রুকন, আতাউর রহমান, ছরওয়ার হোসেন, লোকমান হোসেন প্রমুখ। তাৎক্ষণিক অন্যদের নাম পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবের আহমদ বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। এ ঘটনা কেউ আহত হয়েছে বলে আমাদের জানা নেই। এক যুবদল কর্মীকে আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের জস্য প্রস্তুতি চলছে।