বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি আবার ক্ষমতায় আসলে আওয়ামী লীগের মত হিংস্র মনোভাব নিয়ে আচরণ করবে না। আমরা প্রতিশোধে বিশ্বাসী নই। মানুষের কল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য। সরকার দেশে যে অবস্থা তৈরি করছে তা কোন অবস্থাতেই মেনে নেয়া যায় না। তিনি আরো বলেন, হামলা- মামলার ভয়ে মানুষ মুখ খুলতে পারছে না। তবে আওয়ামী লীগ বুঝতে পারছে দেশে অশনি সঙ্কেত বিরাজ করছে। খন্দকার আব্দুল মুক্তাদির সদর উপজেলাকে বিএনপির ঐতিহাসিক ঘাঁটি মন্তব্য করে বলেন, এই উপজেলার কমিটি যত শক্তিশালী হবে সিলেট বিএনপিতে তত সাহস যোগাবে।
রবিবার (১১ অক্টোবর) রাতে সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন তিনি।
ইউনিয়ন বিএনপির আহবায়ক আহমদ আলীর সভাপতিত্বে ও শাহজাহান আহমদ জুয়েল এবং আব্দুল আহাদ রানার যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহবায়ক একে এম তারেক কালাম, জেলা কৃষক দলের আহবায়ক, সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ও টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শহীদ আহমদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও খাদিমপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ডালিম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সিলেট ল কলেজের সাবেক জিএস আ.ফ.ম কামাল, সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, ফারুক আহমদ, বাদশা আহমদ, হাবিবুর রহমান, আজাদুর রহমান আজাদ।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদল নেতা আবুল হাসনাত, সদর উপজেলা বিএনপি নেতা মোঃ সিরাজ মিয়া, আক্রম আলী মাসুক, আব্দুল জাহির মেম্বার, আজিজুর রহমান আজিজ, মসাহিদ আলী, এম এ রহিম, ফরিদ উদ্দিন, শহীদ আহমদ কবির, আব্দুল বারী বতই, শামসুল হক, আব্দুস সালাম, আব্দুস সামাদ, শাহ নুর মিয়া, আব্দুন নুর চিশ্তি, খালেদ আহমদ মেম্বার, আলী হোসেন, সিরাজ মিয়া, আব্দুল আজিজ, আখতার হুসেন, শামীম আহমদ, ইমরান গাজী, ফারুক আহমদ। বিজ্ঞপ্তি