কানাইঘাটে নিরুত্তাপ হরতাল পালিত ॥ গ্রেফতার ২

27

কানাইঘাট থেকে সংবাদদাতা :
মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াতের কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদন্ড প্রদান করায় এ রায়কে প্রত্যাখ্যান করে জামায়াতের ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন কানাইঘাটে নিরুত্তাপভাবে পালিত হয়েছে। হরতালে জনজীবনে তেমন প্রভাব পড়েনি। দোকান পাট, অফিস-পাড়া, ব্যাংক-বীমা খোলা ছিল। দূরপাল্লার যানবাহন চলাচল না করলেও হালকা যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতার কারণে পৌর শহরে জামায়াত শিবিরের নেতাকর্মীরা হরতালের সমর্থনে রাজপথে কোথাও দাঁড়াতে পারেনি। তবে হরতারে সমর্থনে জামায়াত শিবিরের নেতাকর্মীরা বিক্ষিপ্ত ভাবে গাছবাড়ী বাজার, বোরহান উদ্দিন বাজার, রাজাগঞ্জ বাজারে ঝটিকা মিছিল ও পিকেটিংয়ের খবর পাওয়া গেছে। এদিকে গত মঙ্গলবার রাতে থানা পুলিশ নাশকতামূলক কর্মকান্ডের অভিযোগে জামায়াতকর্মী নিজাম উদ্দিন (৪৫) ও জামায়াত কর্মী সন্দেহে সিএনজি চালক আশিক উদ্দিনকে গ্রেফতার করেছে। থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী জানিয়েছেন, কানাইঘাটের কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হরতালে নাশকতা এড়াতে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি টহল জোরদার ছিল।