ওসমানী হাসপাতাল থেকে ভুয়া চিকিৎসক আটক

44

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। গত সোমবার রাত ১১টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলার লেবার ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। আটক ভুয়া চিকিৎকের নাম মলয় রায়। সে সিলেট ইর্ন্টান্যাশনাল ইউনিভারসিটির এল এল বি’র শিক্ষার্থী বলে জানা গেছে।
হাসপাতাল সূত্র জানায়, সোমবার রাত ১১টার দিকে হাসপাতালের লেবার ওয়ার্ডে আটককৃত ভুয়া চিকিৎসক রুগীদের সাথে চিকিৎসক পরিচয় দিয়ে প্রতারণা করতে থাকে। এক পর্যায়ে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় সে তার কোন বৈধ কাগজ পত্র দেখাতে পারেনি। পরে হাসপাতালের পরিচালক ও সহকারী পরিচালক ডাঃ আব্দুস ছালাম ঘটনাস্থলে আসলে তাদের কাছে সে ভুয়া চিকিৎসক বলে স্বীকার করে। পরে তাকে কোতোয়ালী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। (খবর সংবাদদাতার)